-সমাজবিজ্ঞানে কত পাইছিস?
-ভাল পরীক্ষা দিছিলাম তো।
-কত পাইলে তুই ভাল পরীক্ষা দিছস ধরিস?
-কত আর, ৮০-৮৫!
আব্বুর চোখ স্থির। আমি বুঝলাম কোন ঝামেলা আছে।
কিছু বোঝার আগেই সপাত সপাত করে আমার পিঠে স্কেলের বাড়ি!
ক্লাসের বাবু স্যার একদিন বলছিলেন যে অনেক কিছু উদাহরণ না লিখে “ইত্যাদি” লেখা ভাল। আমি সমাজ বিজ্ঞান পরীক্ষায় প্রশ্নের আন্সার অর্ধেক লিখে বেশ বড় করে “ইত্যাদি” লিখছিলাম। যে প্রশ্নে যত বেশি বাকি তত বেশি “ইত্যাদি” । সর্বোচ্চ ৬ টা পর্যন্ত “ইত্যাদি” ছিল খাতায়। :p
টুম্পা নামে এক মেয়ে ছিল। আমি তখন ক্লাস টু তে পড়ি। মেয়েটা চুলে বেনি করত। দুইটা বেনি। একবার পরীক্ষায় প্রশ্ন ছিল, “জাতীয় পশু কোনটা?” আমি বাঘের নাম না লিখে লিখছিলাম “রয়েল বেঙ্গল টুম্পা”:p । তাও বেঙ্গল বানান ভুল ছিল। এক মার্ক কম পাওয়ায় আব্বু হাটুতে স্লেট ভেঙ্গে ফেলল। বিস্তারিত পড়ুন